ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাণিজ্যমেলায় ২১ দিনে সাড়ে ৫৭ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
বাণিজ্যমেলায় ২১ দিনে সাড়ে ৫৭ হাজার টাকা জরিমানা ছবি: শাকিল আহমেদ

ঢাকা: অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকার চেয়ে খাবারের দাম বেশি নেওয়াসহ নানা অভিযোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার বিভিন্ন স্টলে অভিযান চালিয়ে ২১ দিনে সাড়ে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে মেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অস্থায়ী কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাশ বাংলানিউজকে বলেন, মেলায় প্রতারণা, খাবারের দাম বেশি নেওয়া, অপরিচ্ছন্ন পরিবেশ ও অননুমোদিত পণ্য বিক্রি করার দায়ে ২১ জানুয়ারি পর্যন্ত মোট সাড়ে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

এ পর্যন্ত কোনো অভিযোগ এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা তিনটি অভিযোগ পেয়েছি। সবগুলোর সমাধান করা হয়েছে।

বাংলাদেশ সময় ১৮৩৭, জানুয়ারি ২২, ২০২২
এসএমএকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।