ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ

ঢাকা: শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।