ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষক পার্টির নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
শিবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষক পার্টির নেতার

নরসিংদী: নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক তাইজুদ্দিন মিয়া (৫৫) নিহত হয়েছেন।  

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর-কামরাব আঞ্চলিক সড়কের কানাহোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাইজুদ্দিন মিয়া পেশায় একজন ঠিকাদার ও উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ও পরিবারের লোকজন জানান, শনিবার দুপুরে দড়িপুরা বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে শিবপুরে যাচ্ছিলেন তাইজুদ্দিন। পথে কানাহেটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তাইজুদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. শামীম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, দুর্ঘটনার ব্যাপারে কোনো তথ্য নেই আমার কাছে। এ ব্যাপারে কোনো অভিযোগও আসেনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।