ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বীরাঙ্গনা সখিনার সমাধি ঘিরে হবে পর্যটন কেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
বীরাঙ্গনা সখিনার সমাধি ঘিরে হবে পর্যটন কেন্দ্র

ময়মনসিংহ: বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলকে ঘিরে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী একেএম খালিদ বাবু।

তিনি বলেন, কিল্লাতাজপুরে বীরাঙ্গনা সখিনার সমাধীস্থল।

এ এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। আগামী কিছুদিনের মধ‍্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি দল এ সমাধিস্থল পরির্দশন করবে।  

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা এলাকার বীরাঙ্গনা সখিনার সমাধি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।