ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ফাইল ফটো

পিরোজপুর: পিরোজপুরে মোটরসাইকেলের চাপায় রাবেয়া খাতুন (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাবেয়া খাতুন উপজেলার শংকরপাশা গ্রামের মৃত মো. রাজা মিয়ার স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে রাবেয়া খাতুন সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় একটি মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।