ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের, যেন এক মায়ের সন্তান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের, যেন এক মায়ের সন্তান

 ভোলা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, ভারতীয়দের কাছে বাংলাদেশের জনগণের ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের সম্পর্ক রক্তের, যেন এক মায়ের দুই সন্তান।

যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে আছে ভারত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদরের বাপ্তা শ্রী শ্রী করুনাময়ী কালীমাতার মন্দির (সর্বতীর্থ ধাম) পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও শ্রী শ্রী করুণাময়ী কালীমাতার মন্দির কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।  

ভারতীয় সহকারী হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু ভারত। যে কোনো প্রয়োজনে সবার আগে ভারত পাশে আছে। ১৯৭১ সালে ভারত বন্ধুর মতই বাংলাদেশকে সহযোগিতা করেছে। করোনাকালেও করছে। ভবিষ্যতেও করবে। এ দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
 
সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাশ নন্দী।  

এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সদস্য সচিব ধ্রুব হাওলাদার, শিবু কর্মকার, বিপ্লব পাল, মন্দির কমিটির সম্পাদক অ্যাডভোকেট গৌরাঙ্গ ঘোষসহ অনেকে।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে ভারতীয় সহকারী হাইকমিশনারকে শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।