ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সচিব হলেন কামরুল, চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
সচিব হলেন কামরুল, চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার  মো. কামরুল হাসান ও মো. আশরাফ উদ্দিন

ঢাকা: সরকারের অতিরিক্ত সচিব এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানকে সচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৩ জানুয়ারি) তাকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

 

অপর আদেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়।

এছাড়া মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে পানি সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।