ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাঁচতে চান ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওফা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
বাঁচতে চান ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওফা ওমর ফারুক

কুমিল্লা: কুমিল্লার মনিপাল এএফসি হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট ওমর ফারুক ওরফে ওফা ইয়াদ। ব্রিটানিয়া ইউনিভার্সিটি ও সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করা ওফা রক্তদানভিত্তিক সংগঠনসহ বিভিন্ন মানবিক কাজও করতেন।

 

গত এক বছর ধরে তিনি অসুস্থতা অনুভব করলেও রোগ ধরা পড়েনি। সম্প্রতি তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ওমর ফারুক ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিটো মিঞার অধীনে চিকিৎসা নিচ্ছেন।

ওফাকে বাঁচাতে সবার সহযোগিতা কামনা করেছেন তার বন্ধু ও প্রিয়জনরা। ওমর ফারুককে বাঁচাতে তাকে ভারতের তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে চিকিৎসার প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

চিকিৎসকরা বলেছেন, তার চিকিৎসায় প্রায় ৮-১০ লাখ টাকা প্রয়োজন। যা তার নিম্নবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা অসাধ্য।  

ব্যক্তিগত জীবনে ওমর ফারুক (ওফা ইয়াদ) বিবাহিত এবং দুই বছর বয়সী একটি মেয়ে শিশুর বাবা।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।