ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছেলের হাতে মা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
সিলেটে ছেলের হাতে মা খুন

সিলেট: সিলেটের জৈন্তাপুরে রড দিয়ে মাথায় আঘাত করে মা আয়নব বিবিকে (৬১) হত্যা করেছে ছেলে আবুল হাসনাত।

 রোববার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে ঘটনা ঘটে।

 

ছেলে আবুল হাসনাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রড জব্দ করা হয়েছে।

নিহত আয়নব বিবি (৬১) গ্রামের তজম্মুল আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সম্পত্তি থেকে দুই ছেলেকে বাদ দিয়ে একমাত্র মেয়েকে লিখে দেন তজম্মুল আলী। দীর্ঘদিন থেকে সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে ঝগড়া করে আসছিলেন আবুল হাসনাত। এরই জের ধরে রোববার সকালে রড দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আয়নব বিবি। পরে পরিবারে অন্য সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের নেতৃত্ব একদল পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় আবুল হাসনাতকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুত। আইনগত ব্যবস্থা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।