ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নকল জর্দা তৈরি করায় ২ লাখ টাকা জ‌রিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
নকল জর্দা তৈরি করায় ২ লাখ টাকা জ‌রিমানা

বরিশাল: ব‌রিশা‌লে নকল ঢাকা জর্দা প্রস্তুত করায় এক‌টি প্রতিষ্ঠান‌কে ২ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।  

রোববার (২৩ জানুয়ারি) দুপু‌রে নগ‌রের দপ্তর খানা এলাকায় এই অভিযান প‌রিচালনা ক‌রেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ সো‌য়ে‌বের নেতৃ‌ত্বে বাজার তদারকিমূলক এই অভিযান প‌রিচা‌লিত হয়।  

শাহ সো‌য়েব বলেন, দপ্তরখানা এলাকার দুলাল কেমিক্যাল ওয়ার্কস এ অভিযান চা‌লি‌য়ে নকল ‘ঢাকা জর্দা’ প্রস্তু‌তের প্রমাণ পাওয়া যায়। সেখা‌নে নকল মোড়ক ও কৌটাসহ নকল জর্দা প্রস্তু‌তে ব‌্যবহৃত সবকিছুই পে‌য়ে‌ছি। এ কার‌ণে প্রতিষ্ঠান‌টি‌কে ২ লাখ টাকা জ‌রিমানা করা হয়।  

পাশাপা‌শি নগরের ফজলুল হক অ্যাভি‌নিউ এলাকার মে‌হে‌ন্দিগঞ্জ দ‌ধিঘ‌রে প‌ণের মোড়‌কে উৎপাদন ও মেয়া‌দের তা‌রিখ না থাকায় প্রতিষ্ঠান‌টি‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।  

অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। এ সময় উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি দল।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়া‌রি ২৩, ২০২২
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।