ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
খুলনায় ট্রাকচাপায় নিহত ১

খুলনা: খুলনায় ট্রাকচাপায় প্রশান্ত কুমার না‌মের এক যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে।

রোববার(২৩ জানুয়ারি) দুপুরে মহানগরীর নতুন রাস্তার মোড়ে এ ঘটনা ঘ‌টে।

প্রশান্ত গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সে‌নেরচর এলাকার প্রফুল্ল রায় বালার ছে‌লে।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, প্রশান্ত খুলনা থেকে মোটরসাইকেলযোগে দৌলতপুরের দিকে আসছিল। এসময় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩ , ২০২২
এমআরএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।