ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, মামা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, মামা গ্রেফতার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ভাগ্নি ধর্ষণের ঘটনায় মামা মো. আমির হোসেন আমুকে (৪২) গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার সময় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ধর্ষণকারী আমুর বাড়ী ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের মো. ইজ্জত আলীর ছেলে। মেয়েটি আমুর ফুফাতো বোনের মেয়ে।

পুলিশ জানায়, চার মাস আগে ওই কিশোরী আমুর বাড়িতে আমুর বাড়িতে বেড়াতে আসে। আমুর মেয়ের সঙ্গে পাশে রুমে থাকতো ওই কিশোরী। মেয়ে প্রাইভেট পড়তে গেলে ভাগ্নিকে ধর্ষণ করেন আমু। পরে ওই কিশোরী চিৎকার করলে আমু তাকে প্রাণনাশের হুমকি দেন। এতে ওই কিশোরী চুপ হয়ে যায়। পরে গত এক মাস আগে ওই কিশোরীর বিয়ে হয়। সেখানে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে হলে পরীক্ষা করানো হলে চার মাসের অন্তঃসত্ত্বা ধরা পড়ে।

ধামরাইয়ের কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) রাসেল মোল্লা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আমুকে কাওয়াখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।