ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মামার বৌভাতের অনুষ্ঠানে এসে প্রাণ গেল ভাগ্নের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
মামার বৌভাতের অনুষ্ঠানে এসে প্রাণ গেল ভাগ্নের ...

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় মামার বৌভাতের অনুষ্ঠানে এসে পানিতে ডুবে আড়াই বছর বয়সী তাহসান ফারাবি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে শরণখোলা উপজেলার মালশা এলাকার সগির হোসেন হাওলাদারের বাড়ি এই দুর্ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে বাবা-মায়ের সঙ্গে মামা সগির হোসেনের বিয়ের অনুষ্ঠানে নানা বাড়িতে আসে তাহসান। নিহত তাহসান শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামের আবু হানিফ সাজ্জালের ছেলে।

শিশুটির চাচা স্কুল শিক্ষক মো. ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার তাহসানের মামা সগিরের বিয়ে হয়। রোববার দুপুরে বৌভাতের অনুষ্ঠান ছিল। দুপুর থেকে সবাই ব্যস্ত ছিলাম। অনুষ্ঠানের কোনো এক ফাঁকে সবার অজান্তে তাহসান খেলতে খেলতে বাড়ির পাশের নালায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে নালা থেকে তাহসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন নিহতের বিষয় নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।