ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

দৈনিক কালের কণ্ঠ’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুমাইয়া আখতার তারিন এবং সময় টেলিভিশনের (অনলাইন) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খায়রুল ইসলাম সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আঞ্চলিক দৈনিক ভোরের আলোর প্রতিনিধি মাহাবুব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক দখিনের সময় প্রতিনিধি কাজী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের ডাক ও দৈনিক শিক্ষা.কম এর প্রতিনিধি জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সংবাদ দর্পণের প্রতিনিধি মেহেদী হাসান মিসাদ, দপ্তর সম্পাদক দৈনিক আজকের বার্তার প্রতিনিধি আজম খাঁন, কোষাধ্যক্ষ বরিশালের আজকাল প্রতিনিধি সাইফুল ইসলাম সাব্বির, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসলাম আরিফ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে সানজিদা ইসলাম জুঁই, মো. তরিকুল ইসলাম, রাকিব হাসান, মো. সুজন, মো. শাহাদত হোসেন ও মো. বাকি বিল্লাহ নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আজম খান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।