ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর জেলা কারাগারে শফিকুল ইসলাম (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার কয়েদি নম্বর ছিল ৩৩৩।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরিফুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চম্পাতলা এলাকার হাসান আলীর ছেলে।

দিনাজপুর জেল সুপার মকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শরিফুলের। আগে থেকেই কিডনীর সমস্যা ছিল তার। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাথরুমে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯ লাখ টাকা অর্থ প্রতারণার অভিযোগে এনআই অ্যাক্টের দুটি মামলায় ২০২১ সালের ২৩ জুলাই থেকে কারাগারে রয়েছেন শরিফুল। একটি মামলায় ছয় মাস এবং অপরটিতে এক বছরের সাজা হয় তার।

আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।