ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগেঞ্জে শপিং ব্যাগে নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
সিরাজগেঞ্জে শপিং ব্যাগে নবজাতকের মরদেহ প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শপিং ব্যাগের মধ্যে পাওয়া গেল একদিন বয়সী নবজাতকের মরদেহ।  বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর বটতলা এলাকা থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।

 

সিরাজগঞ্জ শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, জানপুর বটতলা মহল্লায় বেইলি ব্রিজের উত্তর পাশের একটি অনাবাদি ক্ষেতের মধ্যে শপিং ব্যাগে নবজাতকের মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।