ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত মহিদুল ইসলাম

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর সড়কের মাধবপুর পশু হাটের পাশে ট্রাকচাপায় মহিদুল ইসলাম (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গান্না-গোপালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিদুল ইসলাম পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা ও গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক ছিলেন।
 
স্থানীয়রা জানায়, দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মহিদুল ইসলাম। পথে গান্না-গোপালপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রফিুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।