ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় নারীর মাথাহীন বিবস্ত্র মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
খুলনায় নারীর মাথাহীন বিবস্ত্র মরদেহ উদ্ধার

খুলনা: খুলনায় এক নারীর মাথা ও বস্ত্রহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে ফুলতলা উপজেলার উত্তরডিহি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহের মাথার অংশ পাওয়া যায়নি।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বাংলানিউজকে জানান, ধানক্ষেতে মাথা ও বস্ত্রহীন অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে থাকতে  দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পেঁছে তার মরদেহ উদ্ধার করে। বিছিন্ন মাথা এখনও পাওয়া যায়নি। তবে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এর আগে ফুলতলা থানার পুলিশ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে যুগ্নিপাশা এলাকার একটি ধানক্ষেত থেকে তুহিন মোল্যা (৪০) নামে হানিফ পরিবহনের এক সুপারভাইজারের গলায় গামছা পেচানো মরদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬ , ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।