ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ২৭ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ফরিদপুরে ২৭ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা আটক ফরিদপুরে ২৭ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা আটক

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় সাড়ে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার পুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কররা গ্রামের রিনা খাতুন (৩৫), একই উপজেলার দোয়াইড় গ্রামের রফিক মাতুব্বরের ছেলে বাবুল মাতুব্বর (৩৭) ও কুমিল্লার জগন্নাথপুর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে রাকিব হোসেন (২২)।

আটকদের কাছ থেকে গাঁজা ছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি সীমকার্ডসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে ফরিদপুর ভাঙ্গা থানায় একটি মাদক মামলা পক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।