ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে আম গাছে যুবকের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ভৈরবে  আম গাছে যুবকের ঝুলন্ত মরদেহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাহফুজ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পাক্কার মাথার কবরস্থানের সংলগ্ন এলাকার একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মাহফুজ উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের ইকবাল মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পাক্কার মাথার কবরস্থান সংলগ্ন এলাকার একটি আম গাছে মাহফুজের মরদেহ ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।