ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক-নসিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ট্রাক-নসিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক-নসিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তরিকুল ইসলাম (৩২) নামে অপসোনিন কোম্পানির আইভিশন গ্রুপের এক রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের খানপুর শেখপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় বলে জানা গেছে।

স্থানীয় রাজু শেখ জানান, বেপরোয়া গতিতে শ্যামনগরের দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও মৌতলা বাজার থেকে মুদি মাল নিয়ে নওয়াবেকীর উদ্দেশে ছেড়ে আসা একটি নসিমন কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুর শেখপাড়া মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাতক্ষীরা থেকে শ্যামনগরগামী একটি মোটরসাইকেলও ট্রাকের সঙ্গে এসে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম (৩২) গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত তরিকুলকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, এ ঘটনায় ট্রাকের হেলপার শ্যামনগরের দাতিনাখালীর জহুরুল ইসলামকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।