ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ছেড়ে গেছে প্রথম বউ, পালিয়েছে দ্বিতীয়টা, দুঃখে গায়ে আগুন স্বামীর!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ছেড়ে গেছে প্রথম বউ, পালিয়েছে দ্বিতীয়টা, দুঃখে গায়ে আগুন স্বামীর!

ঢাকা: দ্বিতীয় বি‌য়ে করায় প্রথম স্ত্রী চলে গেছেন বাবার বাড়ি। এখন দ্বিতীয় স্ত্রীও টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছেন অন্য ছেলের সঙ্গে।

এটা সহ্য করতে না পেরে জাতীয় প্রেসক্লাবের সামনে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মামুন নামের এক তরুণ। পরে তাকে উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে ঘটেছে এই ঘটনা।  

আত্মহত্যার চেষ্টাকারী মামুন বলেন, ‘আমার কেউ নেই। আমার স্ত্রী টাকা-পয়সা নি‌য়ে অন‌্য ছে‌লের সঙ্গে পা‌লি‌য়ে গে‌ছেন। আমি আত্মহত্যা করব। ’ 

পুলিশ জানায়, আত্মহত্যার চেষ্টাকারী মামুনের বাড়ি গাজীপুরের কাপাশিয়ায়।

এ‌ বিষ‌য়ে শাহাবাগ থানার প্রেট্রোল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাসার বলেন, দ্বিতীয় বি‌য়ে করার কার‌ণে মামুনের প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। আর দ্বিতীয় স্ত্রী টাকা-পয়সা নিয়ে পালিয়ে গে‌লে এই অশান্তির শুরু। এ কারণেই মামুন শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।  

তিনি আরও বলেন, মামুনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এমএমআই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।