ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চলে গেলেন অ্যাড‌ভো‌কেট রুহুল আমিন

গোপালগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
চলে গেলেন অ্যাড‌ভো‌কেট রুহুল আমিন

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা জজ আদালতের সিনিয়র অ্যাডভোকেট ও গোপালগঞ্জস্থ কোটালীপাড়া স‌মি‌তির প্রতিষ্ঠাতা মো. রুহুল আমিন শেখ আর নেই।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ৩টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মরহুমের নামাজের প্রথম জানাযা আজ সকাল ১০টায় শহরের মার্কাস মসজিদে, দ্বিতীয় জানাযা জেলা জজ আদালত ভবনের সামনে, তৃতীয় জানাযা তার গ্রামের বাড়ি কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের বড় দক্ষিণপাড় গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয় স্বজন, সহক‌র্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে রুহুল আমিনের মৃত্যুতে গোপালগঞ্জের আইনজীবীরা শোক প্রকাশ করে বৃহস্পতিবার আদালতের সব কার্যক্রম বন্ধ রাখেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গোপালগঞ্জস্থ কোটালীপাড়া স‌মি‌তিও তার মৃত্যুতে শোক প্রকাশ ক‌রে‌ছে।

রুহুল আমিন এলাকায় মস‌জিদ, মাদরাসা, স্কুল, ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক নির্মাণসহ বি‌ভিন্ন সামা‌জিক কা‌জের সঙ্গে জ‌ড়িত ছি‌লেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।