ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ভাটারা পূর্ব নুরেরচালা এলাকায় একটি ভবন থেকে নিচে পড়ে মাহমুদ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে নুরেরচালা অটোস্ট্যান্ড সংলগ্ন নির্মাণাধীন একতলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মাহমুদের বাড়ি ভোলা চরফ্যাশন উপজেলায়। তিনি নুরেরচালা বোর্ডঘাট এলাকায় বসবাস করতেন।

ঠিকাদার মো. আলী হোসেন জানান, তারা একতলা ভবনটির ছাদে কলম তৈরির জন্য কাঠ দিয়ে স্যান্টারিং করছিলো। তখন সেখানে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় সে। পড়ার সময় বিদ্যুতের তারেও স্পৃষ্ট হয়। এতে তার মাথাসহ শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। দেখতে পেয়ে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।