ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘রাজনীতিতে নেশাখোরদের কোনো স্থান নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
‘রাজনীতিতে নেশাখোরদের কোনো স্থান নেই’

ফরিদপুর: রাজনীতিতে নেশাখোরদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামে একটি উঠান বৈঠকে তিনি একথা বলেন।

 

নিক্সন ভাঙ্গার গুনীজনদের উদ্দেশে বলেন, ভাঙ্গা উপজেলার প্রয়াত সুনামধন্য ব্যক্তিদের স্মৃতি রক্ষায় বিভিন্ন স্থাপনার নাম তাদের নামে নামকরণ করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী, জেলা পরিষদ সদস্য শাহীনুর ইসলাম, ঘারুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সফি উদ্দিন মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।