ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লামায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
লামায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুই মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বামহাতির ছড়া এলাকার নাছির উদ্দিনের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সেলিম বামহাতির ছড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

জানা যায়, ব্যবসায়ী সেলিম মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠতেই দ্রুত গতিতে ছেড়ে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে সেলিমসহ অপর মোটরসাইকেল আরোহী মো. ফরিদুল আলম ও মাইনুদ্দিন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী মো. সেলিমকে মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।