ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাধন শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাধন শিক্ষক নিহত

মাগুরা: মাগুরা ঝিনাইদ মহাসড়কের স্টেডিয়াম এলাকায় সড়ক মোটরসাইকেল দুর্ঘটনায় স্টেডিয়াম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাকিব বিশ্বাস (৪৮) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে স্টেডিয়াম এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাকিব বিশ্বাস মাগুরা শহরের কলেজ পাড়ার শামসুল হকের ছেলে বলে। আহত ৩ যুবকের নাম পরিচয় পুলিশ এখনও জানাতে পারেনি।

স্থানীয়রা জানায়, কাজ শেষে মাগুরা-ঝিনাইদহ সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন প্রধান শিক্ষক আব্দুর রাকিব। এ সময় স্টেডিয়াম পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত আহত হন শিক্ষক আব্দুর রাকিব। তাৎক্ষণিকভাবে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অবস্থায় তিন যুবককে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ এখন মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখার হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।