ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রান্না করতে গিয়ে চুলার আগুনে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
রান্না করতে গিয়ে চুলার আগুনে নারীর মৃত্যু প্রতীকী ছবি

বরিশাল: রান্না করতে গিয়ে চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৭টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেফালী বেগম পিরোজপুরের স্বরুপকাঠী এলাকার উত্তর উরিবুনিয়া এলাকার মো. সাহেব আলীর স্ত্রী।

নিহতের ননদ কাজল বেগম জানান, ১৩ দিন আগে ফজরের নামাজের পর রান্না ঘরে যান শেফালী বেগম। ভাত রান্না করার সময় চুলার পাশেই ছিলেন তিনি। সেসময়ে অসাবধানতাবসত শেফালী বেগমের পরনের কাপড়ে আগুন লেগে যায়। এতে তার শরীরের নিচের অংশ দগ্ধ হয়। তার চিৎকারে বাড়ির লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, শেফালী বেগমের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে। শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।