ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাভার্ডভ্যানের ধাক্কা, ট্রাক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
কাভার্ডভ্যানের ধাক্কা, ট্রাক চালক নিহত

কুমিল্লা: ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ রাস্তার মাথায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান একইমুখী একটি  ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক চালক ছিটকে পড়ে  ঘটনাস্থলেই মারা যান। নিহত ট্রাক চালকের নাম রবিউল হোসেন (২৪)। তার বাড়ি দিনাজপুর জেলায়।  

ওসি আরও বলেন, ঘটনার পরেই কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।