ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাথা থেঁতলে হত্যা করে কম্বল পেঁচিয়ে রাখা হয় ব্যবসায়ীকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
মাথা থেঁতলে হত্যা করে কম্বল পেঁচিয়ে রাখা হয় ব্যবসায়ীকে

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীরহাট এলাকার ঈদগাহ মাঠের পাশে রিয়াজ উদ্দিন (৬২) নামে এক কাপড় ব্যবসায়ী খুন হয়েছেন।  

রিয়াজ একজন কাপড় ব্যবসায়ী।

তার জামিল গার্মেন্টস নামে একটি দোকান রয়েছে।

পৌরসভার কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে পরিবারের লোকজন জানতে পারেন তিনি খুন হয়েছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার ভোরে মাথা থেঁতলে ওই ব্যবসায়ীকে হত্যা করে কম্বল দিয়ে পেঁচিয়ে রাখা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।