ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

করোনা মুক্ত হলেন জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
করোনা মুক্ত হলেন জিএম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

ঢাকা: করোনা মুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

শুক্রবার (২৮ ডিসেম্বর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদের আরটিপিসিআর- এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি। সকালে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তাঁর।

চলমান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গেল ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআর-এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। করোনা পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ আসে। শুরু থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের স্বাভাবিক ছিলেন। অটুট ছিল তাঁর মনোবল। করোনার নেতিবাচক কোনো উপসর্গ ছিল না তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করেছেন। প্রয়োজনীয় সব পরীক্ষার ফলাফল ভালো এসেছে তাঁর।  

তাঁর সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করায় নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।