ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রান্সফরমার চুরি ঠেকানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
ট্রান্সফরমার চুরি ঠেকানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের! ...

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ। বাধ্য হয়ে এবার গ্রাহককে নজর রাখতে বলছে বিভাগটি।

শুক্রবার (২৮ জানুয়ারি) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কতিপয় দুষ্কৃতিকারীরা বিভিন্ন স্থানে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করছে। এতে গ্রাহকদের দীর্ঘসময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে এবং চরম ভোগান্তি তৈরি হচ্ছে।

তাই গ্রাহকদের নিজ নিজ এলাকার বিদ্যুতের ট্রান্সফরমার নজরদারিতে রাখার অনুরোধ জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।