ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কর্মীর অভাবে নেভানো যায়নি আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কর্মীর অভাবে নেভানো যায়নি আগুন ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় সব ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও অভিজ্ঞ কর্মীর অভাবে আগুন নেভানো যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আনিস নামে একজন শ্রমিক জানান, কারখানার ভেতরে পানি ঠিকভাবে দিতে পারছিলেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। বন্ধ থাকা কয়েকটি গেট খুলে দিয়েছি, এখন পানি দেওয়া যাচ্ছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন >>>
অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কর্মীর অভাবে নেভানো যায়নি আগুন
কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি
পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।