ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আবাসিক হোটেলে যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
আবাসিক হোটেলে যুবকের মরদেহ

কুমিল্লা: কুমিল্লায় আবাসিক হোটেল থেকে রাশেদ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে শাসনগাছার ঝিনুক হোটেলের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন।  

ঝিনুক হোটেলে দায়িত্বরত দুলাল জানান, রাজমিস্ত্রি পরিচয়ে বৃহস্পতিবার রাত ১১টায় রুম ভাড়া নেন ওই ব্যক্তি। সেখানে তিনি তার নাম রাশেদ (২৩) উল্লেখ করেন। পরিচয় হিসেবে লেখেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উত্তর বাড়েরা গ্রামের আব্দুল খলিলের ছেলে। হোটেলের কক্ষে প্রবেশের পর থেকে শুক্রবার রাত পর্যন্ত তিনি দরজা না খোলায় সবার সন্দেহ হয়। তাই পুলিশকে খবর দেওয়া হয়।

উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, এক ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কিছু তা তদন্ত করে দেখা হবে।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।