ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এডিসি-এসি পদে তিন কর্মকর্তার পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এডিসি-এসি পদে তিন কর্মকর্তার পদায়ন

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার একজন ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি জানান।

তিনি জানান, গত ২৭ জানুয়ারি ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে ডিএমপির এডিসি রহিমা আক্তার লাকীকে অপারেশনস্ বিভাগে পদায়ন করা হয়েছে। একই আদেশে ডিএমপির এসি এস.এম. জহিরুল ইসলামকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভগে এবং এসি সাখাওয়াত হোসেন সেন্টুকে লালবাগ বিভাগের পেট্রোল-কোতয়ালী হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২ 
পিএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।