ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ১৩৩৪ ক্যান বিয়ারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
যাত্রাবাড়ীতে ১৩৩৪ ক্যান বিয়ারসহ আটক ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৩৪ ক্যান বিদেশি বিয়ার ও প্রাইভেট কারসহ দু’জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি ওয়ারি বিভাগ।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করে ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

আটকরা হলেন- মো. হবিকুল ও মো.ফরহাদ ওরফে সোহাগ।

ডিবি ওয়ারী বিভাগের সহকারি কমিশনার মাহফুজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকার বিপুল পরিমাণ বিয়ার নিয়ে ঢাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশ। প্রাইভেটকারটি যাত্রাবাড়ীর এলাকায় এলে কামাল টিম্বার অ্যান্ড স-মিলসের সামনের রাস্তায় পরিচালিত চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারটির থেকে ১ হাজার ৩৩৪ ক্যান বিদেশি বিয়ারসহ হবিকুল ও ফরহাদকে আটক করা হয়।

তাদেরকে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।