ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে জাটকা ক্রয় ও পরিবহনের দায়ে ২ জনের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
লক্ষ্মীপুরে জাটকা ক্রয় ও পরিবহনের দায়ে ২ জনের অর্থদণ্ড ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা ইলিশ ক্রয় ও পরিবহনের দায়ে দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার বাজার থেকে তাদের আটক করে এ জরিমানা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এস. এম শান্তুনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জাটকা ইলিশ ক্রয়ের অপরাধে একজন ব্যবসায়ী এবং পরিবহনের অপরাধে একজন গাড়ি চালককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জাটকা ইলিশ শিকার, বাজারজাত, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং মজুদ আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।