ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে স্কুল মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
ফেনীতে স্কুল মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফেনী: ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কে এম হাট (কৃষ্ণ মজুমদার হাট) আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ বাঁচাতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন শেষে স্থানীয় বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

 

মানববন্ধনে ‘মাঠের জায়গায় মাঠ চাই, জমি কিনে ভবন চাই’ এ স্লোগানে প্রতিবাদ করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।  

তারা অভিযোগ করেন, স্কুল ম্যানেজিং কমিটি থাকা সত্ত্বেও বিদ্যালয়ের খেলাধুলার মাঠে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভবন নির্মাণ হচ্ছে। এতে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে বাধাগ্রস্ত হবে। খেলাধুলার মাঠ রক্ষা করে ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।