ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
দেওয়ানগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী সবুজ পাড়া গ্রামে জমি সংক্রান্ত জের ধরে সংর্ঘষের ঘটনায নবী আলম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়ছে কমপক্ষে ৮ জন।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার সনন্দবাড়ী সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নবী আলম সবুজপাড়া গ্রামের মৃত জুরান আলীর ছেলে।

আহতরা হলেন- শাহিন, সাইদ, আলেয়া, নবীরন, শহীদ আলী,আল আমিন, জমেলা ও তারা মিয়া।
এদের মধ্যে শাহিন  ও জামেলা বেগমের অবস্থা আশংকা জনক। আহতদের আশেপাশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত সবুজপাড়া গ্রামের আকমত আলীর সাথে  নবী আলমের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধপূর্ণ জমিতে আকমত যাওয়ার চেষ্টা করলে নবী আলম বাধা দিলে উভয় মধ্য সংর্ঘষ বাধে। সংর্ঘষে ঘটনাস্থলেই মারা যায় নবী আলম।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।