ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, গ্রেফতার ২

নাটোর: পারিবারিক কলহের জের ধরে নাটোরে স্বামী ও তার সহযোগীর ছুরিকাঘাতে স্ত্রী মিম আক্তার (২২) খুন হয়েছে। এ ঘটনায় স্বামী রাজু প্রামাণিক ও তার সহযোগী তাসনিমকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় সদর উপজেলার হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মিম আক্তার ওই গ্রামের আব্দুল মমিনের মেয়ে। আর অভিযুক্ত রাজু নাটোর শহরের বুড়াদর্গা এলাকার সুজন প্রামানিকের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জেরে বিয়ের পর থেকে রাজু তার স্ত্রীকে মারধর করতেন। পরে স্ত্রী মিম আক্তার নির্যাতন থেকে নিজেকে রক্ষায় তার বাবার বাড়িতে চলে যান। সেখান থেকে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে কয়েকবার চেষ্টা করেন স্বামী রাজু। কিন্তু নির্যাতনের ভয়ে স্বামীর বাড়িতে যেতে রাজি হন না। আজ সকালে একইভাবে স্বামী রাজু ও তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে স্ত্রীকে আনতে যান। এতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মিমকে উপুর্যপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। এতে মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিম আক্তার।  

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ও তার সহযোগীকে দুপুরে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে বিকেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।