ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
পেকুয়ায় অস্ত্রসহ যুবক আটক উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ার পূর্ব সরকারি ঘোনা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।  

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নাল পেকুয়া পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদি আলমের ছেলে।

আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে পেকুয়ার পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় জয়নালকে আটক করা হয়। এ সময় তার সহযোগিরা পালিয়ে যায়। পরে জয়নালের শরীর ও বসতবাড়ি তল্লাশি করে আট রাউন্ড গুলিসহ দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল স্বীকার করেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশে দেশীয় অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিলেন। তার নামে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।