ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরী আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরী আর নেই ইকবাল আহমদ চৌধুরী

সিলেট: বর্ষিয়ান রাজনীতিবিদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (৯০) আর নেই।
 
শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে নগরে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


 
মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
 
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যু নিশ্চিত করেছেন।  
 
ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
 
সিলেট আওয়ামী লীগ তথা গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বর্ষিয়ান এই রাজনীতিবিদ সারাজীবন বিভিন্ন সামাজিক, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠান চেয়ারম্যান ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।