ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
রামগতিতে অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস, লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাতে থাকা দুটি টিনের তৈরি চিমনি (বাংলা চিমনি) ভেঙে দেওয়া হয়।

একইসঙ্গে লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে ভাটা মালিক কামরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চররমিজ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের "মেসার্স আনোয়ারা ব্রিকস" এ অভিযান চালায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।  

তিনি বাংলানিউজকে বলেন, ভাটা পরিচালনার জন্য কোনো ধরনের লাইসেন্স ছিল না। তাই অভিযান চালিয়ে ভাটাতে থাকা চিমনি দুটি নামিয়ে ফেলা হয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটিয়ে চুলোর আগুন নিভিয়ে দেয়। এছাড়া ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।