ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাটারি চোরচক্রের চার সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
ব্যাটারি চোরচক্রের চার সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ: চুরি যাওয়ার চারদিন পর উদ্ধার হয়েছে ৫৪টি ব্যাটারি। এ সময় চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (৩০ জানুয়ারি) সকালে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের বিপ্লবের ছেলে আকাশ (২৭), শরীয়তপুর জেলার পালং থানার চর মৃধাকান্দি গ্রামের মোশারফ তালুকদারের ছেলে সোহেল (১৮), একই উপজেলার কাকদী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. সুমন (৩৫) ও ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার তছলিম শিকদারের ছেলে মকিম শিকদার (৪২)।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত ২৬ জানুয়ারি সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার আফতাপ মার্কেটের মুক্ত নামে ব্যাটারির দোকান থেকে ৮১টি ব্যাটারি চুরি হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করা হয়। তদন্ত শেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক করা হয় এ ঘটনায় জড়িত চোরচক্রের চার সদস্যকে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।