ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক মোস্তফা

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক মোস্তফা মো. রায়হান খান (সভাপতি) এবং মোস্তাফা কামাল (সাধারণ সম্পাদক)

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২২-২৪) নির্বাচনে সভাপতি পদে মো. রায়হান খান (সমকাল) এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফা কামাল (বাসস) নির্বাচিত হয়েছেন।  

রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলা নির্বাচনে ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

এতে রায়হান ১৪ ভোট পেয়ে সভাপতি এবং ১৩ ভোট পেয়ে মোস্তফা কামাল সাধারণ সম্পাদ নির্বাচিত হন। তাছাড়া সহ-সভাপতি পদে মো. আলমগীর হোসেন (মোহনা টিভি), সহ-সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম বিপ্লব (সংবাদ), সাংগঠনিক সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন (আজকালের খবর), কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান (দৈনিক সমাচার) এবং কার্যকরী সদস্য পদে মো. দেলোয়ার হোসেন (এনটিভি) ও রাকিব হোসেন (নয়া দিগন্ত) নির্বাচিত হন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে এইচ এম আমিন (ইত্তেফাক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী (প্রধান নির্বাচন কমিশনার), মো. আবু ইউসুফ (ভোরের ডাক) ও আব্দুল গণি (ইনকিলাব)।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।