ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ চাঁদাবাজ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
রূপগঞ্জে ২ চাঁদাবাজ আটক ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকা থেকে দুই পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

রোববার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে দুপুরে রূপগঞ্জ থানাধীন গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আজিজুল হক (২৭) এবং আল-আমিন (৩৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।