ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুদ্রণের পর এবার অনলাইন সংস্করণও বন্ধ দ্য ইনডিপেনডেন্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
মুদ্রণের পর এবার অনলাইন সংস্করণও বন্ধ দ্য ইনডিপেনডেন্টের

ঢাকা: মুদ্রণ সংস্করণ বন্ধের পর এবার অনলাইন সংস্করণও বন্ধ হয়ে গেল ইংরেজি পত্রিকা দৈনিক দ্য ইনডিপেনডেন্ট।  

রোববার (৩১ জানুয়ারি) পত্রিকাটির অনলাইন সংস্করণও বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে করোনার শুরুতে পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করে দেয়া হয়।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী গণমাধ্যমকে জানান, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদেরও জানানো হয়েছে সবাই তাদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন।

জানা গেছে, এর আগে করোনাকালে পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয়েছিল। দ্য ইনডিপেনডেন্ট–এর যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। পত্রিকাটির মালিকানায় আছে শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
জিসিজি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।