ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বাসের চাপায় রাজন  (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রাসেল (৩০) নামে অপর এক আরোহী।

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাজন খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আব্দুর রবের ছেলে।  আহত রাসেল একই এলাকার মো. বুলবুলের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাজন নামে মোটরসাইকেলের এক আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া রাসেল নামে আহত এক আরোহীকে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে।  বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ চেষ্টা করছে।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।