ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ সদস্যের গাওয়া মুর্শিদি গান ভাইরাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
পুলিশ সদস্যের গাওয়া মুর্শিদি গান ভাইরাল

ঢাকা: শীতের রাত। পোশাক পরিহিত এক পুলিশ সদস্য একটি চায়ের দোকানের চেয়ারে বসে আপন মনে গাইছেন মুর্শিদি গান।

গানের তালে তালে খুব সুন্দরভাবে বাদ্য বাজাচ্ছেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ভাইরাল হয়েছে।  

এ পুলিশ সদস্যের গাওয়া গানের ভিডিওটি দেখে খুব সহজেই বোঝা যায় যে তিনি গানের ভেতরে সম্পূর্ণভাবে মজে গেছেন।

ওই পুলিশ সদস্যের গানের কথাগুলো তুলে ধরা হলো- আয়রে মানিক আমার বুকে আয়-বাবা!!
বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিনগান-
ভাণ্ডারি আমারে পাগল বানাইছে-!!বাবা

দেহের ভেতর আছে একখান পানি তোলার চাপকল-
সেখানে বাবায় চাপ দিয়াছে-!!

মারফতের ওই কবর খেলা না বুঝিলে বড়ই জ্বালা (২)
আমারে প্রেম শিখাইয়া পাগল বানাইছে বাবায়!!(২)

বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিনগান 
ভাণ্ডারি আমারে পাগল বানাইছে-!!বাবা

পানি গরগরাইয়া পরতাছে, বাবা আমায় ডাকতাছে-!! (২)
আয়রে মানিক আমার বুকে আয়-বাবা!!

বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিনগান 
ভাণ্ডারি আমারে পাগল বানাইছে-!!বাবা

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যের পোশাকের সোল্ডারে স্টারের পাশে লাল রংয়ের রিপ দেওয়া। সাধারণত পুলিশ বাহিনীতে ট্রাফিক সদস্যের সোল্ডারে এ লাল রংয়ের রিপ থাকে।

তবে ডিউটিরত অবস্থায় পোশাক পরিহিত কোনো পুলিশ সদস্যের এমনভাবে গান গাওয়ার নিয়ম নেই। তবে রাতে সড়কে কর্মরত থেকে কাজের ফাঁকে মুর্শিদি গান গেলে নিজের ভেতর থেকে কিছুটা স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টায় হয়তো গান গাইছেন পুলিশের এ সদস্য। পোশাক দেখে ধারণা করা যায় এ পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটনে কর্মরত। তবে কোন বিভাগ ও জোনে তা নিশ্চিত হওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।