ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ৮৫০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
ঢাকায় ৮৫০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২ নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন

ঢাকা: রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে কদমতলী থানার পূর্ব মোহাম্মদবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. আজাহার ও মোসা. সুলতানা বেগম।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আজাহারের কাছ থেকে ৫০০ পিস ও সুলতানার কাছ থেকে ৩৫০ পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।